AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির  নির্বাচন অনুষ্ঠিত



সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির  নির্বাচন অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  বিরতিহীন ভাবে বিদ্যালয় ভবনে ভোট গ্রহন করা হয়। এতে মোট  ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গ্রহন শেষে নির্বাচনী ফলাফলে ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন। তারা হলেন, মোঃ শহিদুল হক ২৪২ ভোট পেয়ে ১ম  আদম নুর রহমান ২৩৭ ভোট পেয়ে ২য় আব্দুল মান্নান আকন্দ ২২০ ভোট পেয়ে ৩য় ও খাজা আহম্মেদ ২০৯ ভোট ৪র্থ হয়েছেন।

সাদুল্লাপুর উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর এ,কে,এম আজিজুল বারী নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।তিনি বলেন, সরকারী নিয়মনীতি ও নির্দেশনা মোতাবেক স্থানীয় লোকজন, ভোটার ও প্রার্থীদের সার্বিক সহযোগিতায় কোন রকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত নির্বাচনে ৬৬৪ জন ভোটারের মধ্যে ৩৮৭ জন ভোটার স্বতঃস্ফুর্ত ভাবে তাদের ভোটধিকার প্রয়োগ করলেও ২৭৭ জন ভোটার ভোটদানে অনুপস্থিত থাকে। ফলে শতকরা ৫৮ দশমিক ২৮ শতাংশ ভোট কাস্টিং হয়। এছাড়া প্রদত্ত ভোটের ২টি ভোট বাতিল করেন নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ।

এদিকে নির্বাচন চলাকালীন সময় যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এঁড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলামের  সার্বিক তত্বাবধানে ও বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক- কর্মচারীদের সহযোগিতায় বিধিসম্মত ভাবে ভোট গ্রহন করা  হয়েছে।

এসময় প্রধান শিক্ষক সহিদুল ইসলাম শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য  উপস্থিত ভোটার,প্রার্থী ও উৎসুক জনতার প্রতি উদাত্ত  আহবান জানান। 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!