AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ২৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪১ এএম, ২৮ আগস্ট, ২০২৫

আফগানিস্তানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ২৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, রাজধানী কাবুল থেকে কান্দহারের পথে চলাচলকারী মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অবহেলা এর প্রধান কারণ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা বহুদিনের সমস্যা। ভাঙাচোরা সড়ক, বেপরোয়া যানবাহন চলাচল এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার জন্য দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এর এক সপ্তাহ আগেই দেশটিতে এ বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় হেরাত প্রদেশে ৭৮ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে শিশু ও ইরানফেরত শ্রমিকও ছিলেন। এর আগে গত বছরের ডিসেম্বরে মধ্য আফগানিস্তানে জ্বালানিবাহী ট্যাংকার ও দুটি বাসের সংঘর্ষে ৫২ জন প্রাণ হারান।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!