AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় অনাহারে আরও ১০ জনের মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৭ এএম, ২৮ আগস্ট, ২০২৫

গাজায় অনাহারে আরও ১০ জনের মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যু দাঁড়াল ৩১৩ জনে, যার মধ্যে অন্তত ১১৯ শিশু।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, গাজায় এখন দুর্ভিক্ষ এক ভয়াবহ বাস্তবতা। অবরোধ ও হামলার কারণে জীবনরক্ষাকারী খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে না পারায় শিশুদের অপুষ্টিজনিত মৃত্যু ক্রমশ বাড়ছে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসুইয়া জানান, উত্তর ও মধ্য গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এটি দক্ষিণের দেইর আল-বালাহ ও খান ইউনিসেও ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার ও মৃত্যুঝুঁকিতে আছেন; সেপ্টেম্বর নাগাদ এই সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

মুসুইয়া আরও বলেন, পাঁচ বছরের নিচে অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে, যাদের মধ্যে ৪৩ হাজার শিশু নিকট ভবিষ্যতে জীবন-সংকটে পড়বে। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং একটি মানবসৃষ্ট বিপর্যয়, যা চলমান সংঘাতের সরাসরি পরিণতি।

 


একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!