মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক সপ্তাহে ২২,২২২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ১৪–২০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে নিরাপত্তা অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে:আবাসন আইন লঙ্ঘন: ১৩,৫৫১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন: ৪,৬৬৫ জন, শ্রম আইন লঙ্ঘন: ৪,০৬ জন ।
গ্রেপ্তারদের মধ্যে ২০ হাজার জনকে প্রবাসী দেশে ফেরত পাঠানোর জন্য নথি প্রস্তুতির জন্য কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, আর ১২,৯২০ জন ইতিমধ্যে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় ১,৭৮৬ জন আটক হয়েছেন, যাদের মধ্যে বেশি সংখ্যক ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক। এছাড়া ৩৩ জন অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।
একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের সহায়তাকারী ১৮ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৫,৯২১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সৌদিতে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে, যার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সতর্ক করছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে