কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, আমলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোফাজ্জেল হোসেন, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজামাল মল্লিক, ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র সভাপতি লুৎফর রহমান, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, উপজেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. খাইরুজ্জামান খাইরুল প্রমুখ।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে