অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা থামছেই না। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর আক্রমণে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) কাতারভিত্তিক আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। এছাড়া অপুষ্টি ও অনাহারে মারা গেছেন ৮ জন। যুদ্ধ শুরুর পর থেকে খাদ্য সংকটজনিত কারণে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১১৫ জন শিশু।
৬ আগস্ট থেকে শুরু হওয়া নতুন সামরিক অভিযানে ইসরায়েলি সেনারা গাজা সিটির জেতুন ও সাবরা এলাকায় এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে। স্থানীয় সিভিল ডিফেন্স জানায়, শত শত মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। অবরুদ্ধ সড়ক ও লাগাতার গোলাবর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
চিকিৎসক ও হাসপাতালগুলোতে চাপ চরম পর্যায়ে পৌঁছেছে। আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। জরুরি কর্মীদের দাবি, গাজার কোথাও আর নিরাপদ আশ্রয় নেই— ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি ত্রাণ শিবির পর্যন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এদিকে, ইসরায়েলি ট্যাংক সাবরা এলাকায় প্রবেশ করেছে, ফলে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, অঞ্চলটি এখন কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে