শেরপুরের নালিতাবাড়ীতে ১৪৫ পিস ইয়াবাসহ রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদ (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
রোববার (২৪ আগস্ট) রাতে চারআলী বাজার এলাকা থেকে তাকে আটক করে, পরে সোমবার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হলে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারআলী বাজারস্থ চাঁন মিয়া ডেন্টাল কেয়ারের সামনে স্থলবন্দর মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় আশিক মাহমুদের দেহ তল্লাশী করে সঙ্গে থাকা ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, ইয়াবাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা ছাত্রদল সোমবার আশিক মাহমুদকে ছাত্রদল থেকে বহিষ্কার করেছে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে