AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২২ এএম, ২৫ আগস্ট, ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন, যারা মিয়ানমারের শরণার্থীদের জায়গা করে দিয়েছে।

রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় এক প্রেস বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস “টমি” পিগট এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের পাশে রয়েছে—বিশেষ করে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর পাশে। সেই সঙ্গে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যারা দীর্ঘদিন ধরে শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগে চার লাখের মতো রোহিঙ্গা ছিল দেশটিতে। বর্তমানে নতুন করে জন্ম নেওয়া শিশুদের সঙ্গে ১৩ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজার ও অন্যান্য ক্যাম্পে অবস্থান করছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!