প্রবাসে অবস্থানরত ভূজপুর থানার জাতীয়তাবাদী পরিবারের ভক্ত-অনুরাগীদের একত্রিত করে গঠিত হয়েছে ভূজপুর থানা প্রবাসী বিএনপি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ফটিকছড়ির ভূজপুর এলাকার প্রবাসীদের উদ্যোগে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে।
রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে শারজার একটি রেস্টুরেন্টে আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতাকর্মী অংশ নেন। সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহেদ হাসান, সদস্য সচিব আব্দর রাজ্জাক রাজু, সোহাগ, হাফেজ আবছার, কাঞ্চন, শফি, ওমর ফারুক মানিক, হারুন, মুহিব্বুল্লাহ মাহিন, বেলাল উদ্দিন, হাফেজ আনোয়ার হোসেন নয়ন, সোহেল প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হয়েছেন নুরুল ইসলাম এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আব্দর রাজ্জাক রাজু। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন জাহেদ হাসান, মোবারক হোসেন মানিক, সোহাগ, হাফেজ আবছার, কাঞ্চন, শফি ও মহিব উল্লাহ চৌধুরী মহিন।
সদস্যপদে নির্বাচিত হয়েছেন আবুল হাসেম, লোকমান, এমদাদ বিন আমিন, এইচ. এম. ইলিয়াছ মাহমুদ, মামুন-জাবেদ, সোহেল, রোমান, নুর হোসেন, আব্দুল্লাহ, সোলাইমান, আক্তার, হাফেজ আনোয়ার, শাহরিয়ার চৌধুরী, পারভেজ, ওমর ফারুক, শাহিন উদ্দিন, সাজিদ, ফোরকান বিন আবু তাহের, শফিউল আলম, মোমিনুল হক, মুসলিম উদ্দিন, এয়াকুব, কামাল, মিনহাজ, পেয়ারু ইসলাম, রুবেল, সালাহউদ্দিন, ইমাজ উদ্দিন তুষার, আবু বকর, জিন্নাহ, এরফান, হারুন, হাসেম, সাইফুল ইসলাম, নুরুল আফসার, রাশেদ, খোরশেদ, বেলাল, শামিম, জসিম ও কাজি হাসানসহ আরও অনেকে।
নেতারা আশা প্রকাশ করেন, এই আহ্বায়ক কমিটি প্রবাসে অবস্থানরত ভূজপুর থানার জাতীয়তাবাদী কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং ভবিষ্যতে একটি শক্তিশালী প্রবাসী সংগঠন হিসেবে ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে