ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শান্তি আলোচনা শেষে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় কথা বলেন।
শনিবার (১৬ আগস্ট) সকালে এক বিবৃতিতে জেলেনস্কি জানান, “সোমবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে বিস্তারিত আলাপ করব। আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ।”
এর আগে শুক্রবার আলাস্কায় পুতিন-ট্রাম্প বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও সেখানে কোনো চুক্তি হয়নি, তবে ট্রাম্প জানান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তার ভাষায়, পরবর্তী চুক্তি অনেকটাই নির্ভর করবে জেলেনস্কির অবস্থানের ওপর।
পুতিনের সঙ্গে আলোচনার আগেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, শান্তি চুক্তি করতে হলে জেলেনস্কির সাথেও বসতে হবে। আলোচনায় অগ্রগতি মানে আপাতত কোনো পক্ষ থেকে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে না।
জেলেনস্কি এ প্রসঙ্গে বলেন, তিনি ট্রাম্পের প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠককে স্বাগত জানান। তার মতে, “সবচেয়ে জরুরি ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য ত্রিপক্ষীয় বৈঠকই সবচেয়ে কার্যকর হবে।”
একুশে সংবাদ/স.ট/এ.জে