শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জুলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে আশরাফ আলী বাড়ি থেকে বের হন। হঠাৎ শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের (রেজি: নং ঢাকা মেট্রো-জ-১৪-২১৩৯) একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তেই চারপাশে নেমে আসে শোকের ছায়া।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে