ইউক্রেন যুদ্ধের সমাপ্তি লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন থেকে আলাস্কার উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৩১ মিনিটে হোয়াইট হাউস থেকে গাড়িতে করে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পৌঁছান ট্রাম্প। পরে এয়ার ফোর্স ওয়ান যোগে আলাস্কার পথে যাত্রা করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, বিশেষ দূত স্টিভ উইটকফসহ মোট ১৬ জন কর্মকর্তা।
স্থানীয় সময় সকাল ১১টার পর আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা। স্নায়ুযুদ্ধকালীন এই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিটি বর্তমানে উন্নত নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত, যা তড়িঘড়ি আয়োজিত এই শীর্ষ সম্মেলনের জন্য নির্বাচিত হয়েছে।
বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত, তবে স্থায়ী শান্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক প্রয়োজন হবে। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতের বৈঠকে ইউরোপীয় নেতারাও থাকতে পারেন।
এদিকে, জেলেনস্কি ও তার মিত্ররা চেষ্টা চালাচ্ছেন যাতে এই শীর্ষ সম্মেলন থেকে এমন কোনো চুক্তি না হয় যা ইউক্রেনকে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে।
একুশে সংবাদ/স.ট/এ.জে