AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে পিএমবিএ‍‍`র ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত



পবিপ্রবিতে পিএমবিএ‍‍`র ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (প্রফেশনাল) - পিএমবিএ‍‍`র ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার(১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ব্যবসায় প্রশাসন অনুষদে সকাল ১১ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ৪ টি ডিপার্টমেন্ট- একাউন্টিং ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট ও মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে ৪ টি মেজরে যথাক্রমে একাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স ও মার্কেটিং এ পিএমবিএ(প্রফেশনাল) ডিগ্রি প্রদান করে আসছে। 

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক অধ্যাপক ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকার, সাবেক ডীন অধ্যাপক মো: বদিউজ্জামান ও মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন(প্রফেশনাল) এর ডিরেক্টর অধ্যাপক ড. মো: মুজাহিদুল ইসলাম।  এসময় অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ ও অনুষদের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

এসময় পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এছাড়া পরীক্ষাকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। 

পিএমবিএ‍‍`র প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো: মুজাহিদুল ইসলাম। আগামী ৫ সেপ্টেম্বর পিএমবিএ‍‍`র ৪র্থ ব্যাচের ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রম শুরু হবে।  

উল্লেখ্য যে, পিএমবিএ থেকে এ পর্যন্ত মোট ৫১২ জন মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। পূর্বে এটি ইএমবিএ নামে পরিচিত ছিলো। বর্তমানে পবিপ্রবির পিএমবিএ‍‍`র অধীনে ১০০ জন শিক্ষার্থী মাস্টার্স এ অধ্যয়নরত আছেন। বরিশাল বিভাগে একমাত্র প্রফেশনাল এই ডিগ্রি প্রদান করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!