মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিবাদে দেশজুড়ে মার্কিন ব্র্যান্ড পণ্য বয়কটের ডাক উঠেছে। কোকা-কোলা, ম্যাকডোনাল্ডস, অ্যামাজন, অ্যাপলসহ যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও সড়কে প্রতিবাদ চলছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতের দ্রুত বেড়ে ওঠা সচ্ছল ভোক্তা শ্রেণি দীর্ঘদিন ধরে আমেরিকান ব্র্যান্ডের বড় বাজার হিসেবে পরিচিত। ম্যাকডোনাল্ডস, ডমিনোজ, কোকা-কোলা, পেপসির মতো পণ্য ও সেবাকে অনেকেই উন্নতির প্রতীক মনে করেন। তবে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির পর স্থানীয় পণ্যের প্রতি সমর্থন ও বিদেশি ব্র্যান্ড বর্জনের আহ্বান জোরদার হয়েছে।
বিজেপি সমর্থিত স্বদেশি জাগরণ মঞ্চ দেশীয় বিকল্প ব্যবহারের প্রচারণা চালাচ্ছে এবং হোয়াটসঅ্যাপে দেশীয় পণ্যের তালিকা ছড়িয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আত্মনির্ভর’ হওয়ার আহ্বান জানিয়ে দেশীয় প্রযুক্তি ও উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন।
তবে মার্কিন পণ্য বয়কটের আহ্বান সত্ত্বেও এর তাৎক্ষণিক প্রভাব বিক্রিতে পড়েছে এমন প্রমাণ নেই। এমনকি বয়কটের মাঝেও নয়াদিল্লিতে টেসলার দ্বিতীয় শোরুম উদ্বোধন হয়েছে, যেখানে ভারতীয় ও মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এ আন্দোলন ভারতীয় বাজারে বিদেশি ব্র্যান্ডের প্রতিযোগিতার চিত্র পাল্টাতে পারে, যদিও বৈশ্বিক বাজারে ভারতীয় কোম্পানির টিকে থাকা এখনও বড় চ্যালেঞ্জ।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে