ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নলুয়াকুঁড়ি কুমারী মারীয়া উচ্চ বিদ্যালয়ে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ” শীর্ষক এই র্যালি ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন আলোকিত পথিক যুব সংঘ।
এসময় নলুয়াকুড়ি ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জিয়োভান্নি গারগানো জোয়া, বাগাছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্যাট্রিক চিসিম, কারিতাস বাংলাদেশের ফিল্ড অফিসার ছবি ম্রং, যুব সংঘের সভাপতি রিংকু চিসিমসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি হয়।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে