AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির পুকুরে ভেসে উঠলো শিক্ষার্থীর লাশ



ইবির পুকুরে ভেসে উঠলো শিক্ষার্থীর লাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে এক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করে।

নিহত শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

ঘটনাস্থলে থাকা পুকুরপাড়ের দোকানি আকমল বলেন, “দুপুরের দিকে প্রথমে ভাবছিলাম পানিতে একটা প্যান্ট ভাসছে। কিন্তু পরে মাথা ভেসে ওঠে। তখন শিক্ষার্থীদের জানাই, তারাই জানাজানি করে।”

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শাহেদ হাসান জানান, “লাশটি আনুমানিক ৪-৫ ঘণ্টা আগের বলে মনে হয়েছে। কোনো পালস পাওয়া যায়নি। লাশটি কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।”

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!