জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় জেলা শহরের জাতীয় পার্টি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় পার্টি মানিকগঞ্জ জেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, এবং দলীয় অঙ্গসংগঠনের প্রায় ৪০ জন নেতাকর্মী।
দোয়া মাহফিলে হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময় নেতারা তার রাজনৈতিক জীবন ও দেশ পরিচালনায় অবদানের কথা স্মরণ করেন এবং এরশাদের দেখানো পথে দলকে সংগঠিত করে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে