মাগুরার শালিখায় আড়পাড়া বাজারের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বাজার কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলা সদর আড়পাড়ায় এ সভার আয়োজন করে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। সভায় সুইডিশ দূতাবাস, ঢাকা-বাংলাদেশ অর্থায়ন করেছে।
সভায় সভাপতিত্ব করেন আড়পাড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আলী আহসান। বক্তব্য দেন সিএনআরএস-এর সাইট অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নায়েব আলী বিশ্বাস, বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, অপরাজিতা এনজিওর নির্বাহী পরিচালক কল্যাণী রানী, এএসডি বাংলাদেশ-এর বিশ্বজিৎ চক্রবর্তী, সিএনআরএস প্রতিনিধিদল এবং শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ।
সভায় বাজারে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য সিএনআরএস-এর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে