AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিল্লিতে চারতলা ভবন ধসে বহু মানুষ আটকে পড়ার আশঙ্কা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৪ এএম, ১২ জুলাই, ২০২৫

দিল্লিতে চারতলা ভবন ধসে বহু মানুষ আটকে পড়ার আশঙ্কা

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের আটকে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (১২ জুলাই) সকাল ৭টার পরপরই ভবন ধসের খবর পায় স্থানীয় প্রশাসন। এরপর তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে নামে জরুরি সেবা সংস্থাগুলো।

এনডিটিভি ও এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও অন্তত তিনজন আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে—এই সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে। স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “সকাল ৭টার দিকে আমরা ভবন ধসের খবর পাই। এখনো উদ্ধার অভিযান চলছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য জানা যাবে।”

ধসে পড়ার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে সবাইকে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াই তাদের অগ্রাধিকার।

 

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!