বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে ৫১ নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি, নওগাঁ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম রেজু আজ বৃহস্পতিবার আত্রাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন, উপস্থিত সকল পূজারী ও ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
রেজু বলেন, “আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে থাকুক। শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে উঠুক।”
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, ফারুক বকতসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে