AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৬ এএম, ১২ জুলাই, ২০২৫

সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদকে (পুতুল) অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ১১ জুলাই (শুক্রবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংস্থাটির অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে।

এক ইমেইল বার্তায় ডব্লিউএইচও মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস কর্মীদের অবহিত করেন যে, সায়মা ওয়াজেদের ছুটির সময় তার দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিনা বোহমি। তিনি আগামী ১৫ জুলাই নয়াদিল্লিতে অবস্থিত আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব নেবেন।

২০২৪ সালের জানুয়ারিতে আঞ্চলিক পরিচালকের পদে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার নিয়োগ ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ও সংস্থা।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তার নিয়োগ প্রক্রিয়া ও শিক্ষাগত যোগ্যতা ঘিরে বির্তক রয়েছে। ‘হেলথ পলিসি ওয়াচ’-এর প্রতিবেদনে দাবি করা হয়, নিয়োগের প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছর তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা করেছে। অভিযোগে বলা হয়, আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার সময় সায়মা ওয়াজেদ তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য ও অন্যান্য বিষয় নিয়ে বিভ্রান্তিকর দাবি করেছেন। পাশাপাশি একটি বেসরকারি সংস্থার নামে অর্থ গ্রহণের অভিযোগও উত্থাপিত হয়।

এসব অভিযোগের প্রেক্ষাপটেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে
 

Link copied!