শেরপুরের শ্রীবরদী থানার একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫) কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের সুযোগে শেরপুর জেলা কারাগারে একদল দুষ্কৃতিকারী হামলা চালিয়ে ৫১৮ জন হাজতী ও কয়েদীকে পালিয়ে যেতে সহায়তা করে। এরপর র্যাব-১৪ জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় পলাতকদের গ্রেফতারে অভিযান শুরু করে।
এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, পলাতক কয়েদী নজরুল ইসলাম শ্রীবর্দী উপজেলার বাবলাকোনা এলাকায় আত্মগোপনে আছেন। পরে শুক্রবার (১২ জুলাই) রাত ২টা ৩০ মিনিটে র্যাব-১৪-এর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক নজরুল ইসলাম (৪৫), পিতা- নইমুদ্দিন, সাং- বাবলাকোনা, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর।
র্যাব জানায়, গ্রেফতারকৃত নজরুল ইসলাম হত্যা মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি ছিলেন। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে