AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে ১২৮, পরিদর্শনে প্রেসিডেন্ট ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৫ এএম, ১২ জুলাই, ২০২৫

টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে ১২৮, পরিদর্শনে প্রেসিডেন্ট ট্রাম্প

টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৭০ জন। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

শনিবার (১২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ৪ জুলাইয়ের ভারী বর্ষণের ফলে নদীর পানি উপচে পড়ে বহু ঘরবাড়ি, গাড়ি এবং গ্রীষ্মকালীন ক্যাম্পের শিশুদের ভাসিয়ে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার সময় ট্রাম্প একটি গোলটেবিল বৈঠকে উদ্ধার ও স্বেচ্ছাসেবী দলের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি, তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে কের কাউন্টির যৌথ তথ্যকেন্দ্র জানায়, শুধুমাত্র ওই কাউন্টিতেই মৃত্যুর সংখ্যা ১০৩ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ৬৭ জন প্রাপ্তবয়স্ক এবং ৩৬ জন শিশু।

গুয়াদালুপে নদীর ৩০ মাইলজুড়ে ধ্বংসস্তূপ ও পানির নিচে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছেন স্বেচ্ছাসেবক ও জরুরি সেবাদানকারী দলগুলো।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের সময় এটি সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!