খাগড়াছড়ির মাটিরাঙায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিনো বালা ত্রিপুরা (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে মাটিরাঙা সেনা জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিনো বালা গুইমারা উপজেলার আরবাড়ি গ্রামের নগোরাম ত্রিপুরার স্ত্রী। আহতরা হলেন—শ্যামল বিকাশ ত্রিপুরা (মোটরসাইকেল চালক) এবং অপুল ত্রিপুরা, দুজনই একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী ‘শান্তি পরিবহন’-এর একটি বাস (চট্ট মেট্রো-ব ১১-০২২৩) পাহাড়ি রাস্তার উঁচু ঢালে টমটমকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দিনো বালাকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।”
একুশে সংবাদ/খা.প্র/এ.জে