বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে।
চিঠিতে ট্রাম্প লিখেছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ভারসাম্যহীনতা বিরাজ করছে। মার্কিন বাজারে প্রবেশ সহজ হলেও বাংলাদেশে পণ্যের রপ্তানিতে বিভিন্ন শুল্ক ও নীতিগত বাধা রয়েছে। এই অসমতা দূর করতেই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, “২০২৫ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে। তবে বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রেই উৎপাদন কার্যক্রম চালায়, তাহলে তাদের এই শুল্ক দিতে হবে না।”
চিঠিতে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, “যদি বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে যুক্তরাষ্ট্রও সেই অনুযায়ী শুল্কহার বাড়াবে। কারণ এসব কর আরোপ মূলত বাণিজ্যে দীর্ঘদিনের বৈষম্য কাটানোর লক্ষ্যে নেওয়া পদক্ষেপ।”
তিনি আরও জানান, বাংলাদেশের পণ্যে আগের ৩৭ শতাংশ শুল্ক গত এপ্রিল মাসে কার্যকর করা হয়েছিল, তবে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে তা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। তার আগেই নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা এলো।
ট্রাম্প চিঠির শেষভাগে লিখেছেন, “আমরা ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব বজায় রাখতে আগ্রহী। তবে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গঠনে বাংলাদেশকে নিজেদের নীতি ও বাণিজ্য কাঠামো পর্যালোচনা করতে হবে।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে