AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৪ এএম, ৮ জুলাই, ২০২৫

গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজার বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১৪ সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৮ জুলাই) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে দুই সেনার পরিচয় প্রকাশ করা হয়েছে— তারা হলেন সার্জেন্ট মেইর শিমন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিশিম ফ্রেচ (২০)। বাকি নিহতদের পরিচয় পরে জানানো হবে।

আইডিএফের প্রাথমিক তথ্যে জানা যায়, ওই সময় সেনারা পায়ে হেঁটে স্থল অভিযান চালাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকাজের সময়ও গুলিবিদ্ধ হন কয়েকজন সেনা।

প্রসঙ্গত, এই ঘটনায় যখন উত্তেজনা বাড়ছে, তখন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত সেনারা নেটজাহ ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে অভিযান চালাচ্ছিলেন।

আইডিএফ জানিয়েছে, ওই এলাকায় স্থল অভিযানের আগে বিমান হামলা চালানো হয়েছিল। তবে সেখানে হামাস বা অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই স্থলবাহিনী মোতায়েন করা হয়।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!