AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইলন মাস্কের আমেরিকা পার্টিকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৯ এএম, ৭ জুলাই, ২০২৫

ইলন মাস্কের আমেরিকা পার্টিকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ উদ্যোগকে কটাক্ষ করে বলেছেন, “পুরো ব্যাপারটাই হাস্যকর।”

রোববার (৬ জুলাই) নিউ জার্সির গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি মনে করি, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুধু বিভ্রান্তি ছড়াবে। আমাদের দেশে বহু বছর ধরে দুই-দলের রাজনৈতিক কাঠামো চলে আসছে। মাস্ক চাইলে মজা করতেই পারেন, কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এটি হাস্যকর।”

পরে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টেও মাস্ককে নিয়ে তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি লেখেন, “ইলন মাস্ককে এখন ট্রেন দুর্ঘটনার মতো মনে হচ্ছে। গত পাঁচ সপ্তাহ ধরে তিনি দিক হারিয়েছেন।”

উল্লেখ্য, এক সময় ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাস্ক। বাজেট খরচ কমানোর বিভিন্ন কার্যক্রমে তিনি ভূমিকা রাখেন। কিন্তু পরবর্তীতে করনীতি ও ব্যয় সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যার জেরে মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ান।

এমন প্রেক্ষাপটে শনিবার (৫ জুলাই) এক্স প্ল্যাটফর্মে মাস্ক ঘোষণা দেন যে, তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন— যার নাম হবে ‘আমেরিকা পার্টি’। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভিন্ন এক ধারা তৈরির কথা বলেন।

এর আগে মাস্ক ট্রাম্পের সঙ্গে বিরোধ চলাকালীন সময়েই একটি দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি এক্সে চালানো এক জনমত জরিপে জনসাধারণের মতামত জানতে চান— যুক্তরাষ্ট্রে কি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে? জরিপে অংশ নেয় প্রায় ১২ লাখ মানুষ, যাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ নতুন দলকে সমর্থন জানায়।

‘আমেরিকা পার্টির’ ঘোষণা দিয়ে মাস্ক বলেন, “আজ আমরা এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম চালু করছি, যা আপনাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!