AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৬ এএম, ৮ জুলাই, ২০২৫

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিখোঁজদের উদ্ধার করা না গেলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

৪ জুলাই (শুক্রবার) দক্ষিণ টেক্সাসের গুয়াদালুপে নদীর তীরবর্তী ছয়টি জেলায় হঠাৎ করে দেখা দেয় প্রবল বন্যা। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কের কাউন্টিতে।

স্বাধীনতা দিবস উপলক্ষে এই সময়টিতে কের কাউন্টির নদীতীরে গ্রীষ্মকালীন ছুটির ক্যাম্প আয়োজন করা হয়। ১৯৪৫ সাল থেকে চলে আসা এই আয়োজনের দায়িত্বে রয়েছে ক্যাম্প মিস্টিক নামের একটি সংগঠন।

কের কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক ও ২৮ জন কিশোরী ও তরুণী। জানা গেছে, নিহত কিশোরীদের সবাই ক্যাম্প মিস্টিকের সামার ক্যাম্পে অংশ নিতে এসেছিলেন। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।

এছাড়া, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ২২ জন প্রাপ্তবয়স্ক ও ১০ শিশুর পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টার দিকে হঠাৎ নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে গেলে দু’তীরে থাকা তাঁবুতে ঘুমিয়ে থাকা মানুষদের অনেকেই নিরাপদ স্থানে সরে যেতে পারেননি। মাত্র কয়েক ঘণ্টায় নদীর পানি প্রায় ২৬ ফুট বেড়ে যায়।

ক্যাম্প মিস্টিকের সহ-প্রতিষ্ঠাতা রিচার্ড ইস্টল্যান্ড (৭০) ক্যাম্পে অবস্থানরত কিশোরীদের নিরাপদে সরিয়ে নিতে গিয়ে বন্যার পানিতে প্রাণ হারিয়েছেন।

আবহাওয়াবিদরা আরও বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা করছেন। দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও প্রবল স্রোত ও কাদা মাটির কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাস সফর করবেন। প্রেসিডেন্টের বিরুদ্ধে আবহাওয়া সংস্থার বাজেট হ্রাসের অভিযোগ এনে যারা দুর্যোগ মোকাবিলায় দুর্বলতা তুলে ধরছেন, তাদের সমালোচনা করেছে হোয়াইট হাউস। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, “এ ধরনের দোষারোপ এই জাতীয় শোকের মুহূর্তে কোনও কাজে আসে না।”

সূত্র: বিবিসি

 


একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!