মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাতীয়তাবাদী দল (বিএনপি) সদর ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই ) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার নির্দেশনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাসার সরকার।
সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল হক শামীম।
বক্তারা বলেন, বিএনপির তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের লক্ষ্যে এবং সংগঠনকে শক্তিশালী করতে এই সদস্য নবায়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সদস্যরা প্রতীকী ২০ টাকা ফি দিয়ে ফরম গ্রহণ করেন।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে