AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, আহত ২


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৩:২৩ পিএম, ৭ জুলাই, ২০২৫

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মতিয়ার রহমান (৭০) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহীসহ আরও দুইজন। সোমবার সকালে উপজেলার অমরখানা ইউনিয়নের বোয়ালিমারী এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান উপজেলার অমরখানা ইউনিয়নের বিদ্যাভিটা এলাকার বাসিন্দা। তিনি মরগেন চা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

আহতরা হলেন—পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া এলাকার অমূল্য রায় (৫২) এবং সদর উপজেলার মাগুরা ইউনিয়নের প্রধানপাড়া এলাকার আব্দুল্লাহ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সাইকেলযোগে বাসা থেকে মরগেন চা কারখানায় কাজে যাচ্ছিলেন মতিয়ার রহমান। এ সময় চা কারখানার সামনে পৌঁছালে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী মণ্ডল মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক ও আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও সাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!