ইয়েমেনের তিনটি গুরুত্বপূর্ণ বন্দর এবং একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই হামলার বিষয়টি ইসরায়েলি সামরিক সূত্র নিশ্চিত করেছে।
রিপোর্ট অনুযায়ী, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা এবং সালিফ বন্দরের পাশাপাশি রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। ইয়েমেনের ভূখণ্ডে গত এক মাসের মধ্যে এটিই ইসরায়েলের প্রথম উল্লেখযোগ্য সামরিক অভিযান।
হামলার ফলে হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া না গেলেও, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে প্রধান বিদ্যুৎকেন্দ্রটি বিকল হয়ে যাওয়ায় পুরো শহর অন্ধকারে ছেয়ে গেছে।
ইয়েমেনের হুতি গোষ্ঠীর এক মুখপাত্র দাবি করেন, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার কিছু অংশ প্রতিহত করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, এই অভিযান ‘অপারেশন ব্যাক ফ্ল্যাগ’-এর অংশ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হুতিরা তাদের কর্মকাণ্ডের জন্য কঠিন মূল্য দিচ্ছে এবং দেবে। যারা ইসরায়েলের ক্ষতি করতে আসবে, তাদের হাত কেটে ফেলা হবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগর ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজ এবং কখনো কখনো ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। হুতিদের দাবি, এসব হামলার মাধ্যমে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে