বরিশালের উজিরপুর পৌরসভার এক ও দুই নং ওয়ার্ডের প্রায় ৩৫০ মিটার দীর্ঘ ও ৮ ফুট প্রস্থের গুরুত্বপূর্ণ সড়কটি চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কের খানা-খন্দে ভর্তি অংশ এবং ইট সড়ে গিয়ে বড় বড় গর্তে পরিণত হওয়ায় চলাচলে বিশাল সমস্যা তৈরি হয়েছে।
এই সড়কটি উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইচলাদি ও মাদার্সি হয়ে সোনার বাংলা বাজার ও স্কুল সড়কের অংশ। সোনার বাংলা স্কুল ও বাজার থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সদরে আসার একমাত্র রাস্তাটির প্রায় ৬ কিলোমিটারের মধ্যে ৩৫০ মিটার উজিরপুর পৌরসভার অন্তর্গত হলেও, দীর্ঘদিন ধরে এটি সংস্কারের অভাব রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
কলেজ শিক্ষক প্রভাষক বিপ্লব হাজারী জানান, "আমরা কয়েকবার এই রাস্তাটি পাকা করার জন্য আবেদন করেছিলাম, কিন্তু এখনো কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।"
এ বিষয়ে স্থানীয় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মাসুদ রানা সিপাই বলেন, "উজিরপুর পৌরসভার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হওয়া সত্ত্বেও এখানকার বাসিন্দারা রাস্তাঘাটসহ কোনো পৌরসভার সুবিধা পাচ্ছেন না। আমরা নিয়মিত পৌরকর দিয়ে আসছি, তবুও সুবিধা পাচ্ছি না। ইউনিয়ন পরিষদের সুযোগ-সুবিধাও অনেক বেশি।"
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা সাংবাদিকদের বলেন, "আমাদের কাছে রাস্তাটি সংস্কারের একটি আবেদন এসেছে। আর্থিক বরাদ্দের মাধ্যমে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
একুশে সংবাদ/ব.প্র/এ.জে