ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসানে দ্রুত যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমার মনে হচ্ছে আমরা অনেকটাই এগিয়ে গেছি।” যুদ্ধবিরতি চুক্তি কতটা এগিয়েছে— জানতে চাইলে এমন প্রতিক্রিয়া জানান ট্রাম্প।
ট্রাম্প আরও বলেন, “আমি সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।” তিনি গাজার পরিস্থিতিকে ‘চরম ভয়াবহ’ হিসেবে আখ্যায়িত করেন।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক তৎপরতাই এই অগ্রগতির পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ যুদ্ধবিরতির কাঠামো বা শর্তাবলি প্রকাশ করেনি।
এদিকে গাজায় সংঘাত অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত। মানবিক সহায়তার প্রয়োজন দিন দিন বাড়ছে। পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হলে সহায়তা পৌঁছানো অনেক সহজ হবে।
ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আশার সঞ্চার করেছে— অন্তত সাময়িক সময়ের জন্য হলেও গাজায় হয়তো শান্তির পরিবেশ ফিরে আসতে পারে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

