AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের পক্ষে অবস্থান নিল হিজবুল্লাহ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৬ এএম, ২০ জুন, ২০২৫

ইরানের পক্ষে অবস্থান নিল হিজবুল্লাহ

মধ্যপ্রাচ্যের অন্যতম সশস্ত্র সংগঠন লেবাননের হিজবুল্লাহ ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি শুধু তেহরানের নয়, বরং পুরো অঞ্চলের জনগণের বিরুদ্ধে একটি আক্রমণ হিসেবে বিবেচিত।

ইরানের দীর্ঘদিনের মিত্র হিজবুল্লাহ চলমান ইরান-ইসরায়েল উত্তেজনায় এতদিন সরাসরি সম্পৃক্ত না হলেও এবার তারা স্পষ্ট অবস্থান নিয়েছে। গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে সংগঠনটি কিছুটা দুর্বল হয়ে পড়েছিল এবং এখনো তারা লেবানন সীমান্তে সক্রিয় হয়নি।

হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম এক বিস্তারিত বিবৃতিতে বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই— ইরানের সার্বভৌম অধিকার ও সম্মানের পক্ষে এবং মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা নিরপেক্ষ থাকব না। হিজবুল্লাহ পরিস্থিতি অনুযায়ী যা জরুরি মনে করবে, সেই পদক্ষেপ নেবে।”

তিনি আরও বলেন, ট্রাম্পের বক্তব্য কেবল ইরান নয়, বরং সমগ্র মুসলিম বিশ্ব ও প্রতিরোধকামী জনগণের জন্য হুমকি স্বরূপ। তাই এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ জরুরি।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল থেকে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে দেশটির সামরিক, পরমাণু এবং আবাসিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিজ্ঞানী প্রাণ হারান। জবাবে ইরানও প্রতিশোধমূলক হামলা শুরু করেছে, যা ইসরায়েলের অবকাঠামোতেও প্রভাব ফেলেছে।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Link copied!