ইসরায়েলের আকাশসীমা এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির অভিজাত সামরিক শাখার কর্নেল ইমান তাজিক। মঙ্গলবার রাতে ইসরায়েলের উদ্দেশে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন।
কর্নেল তাজিক বলেন, “আজকের হামলা প্রমাণ করেছে— দখলদার বাহিনীর আকাশসীমা এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং সেই অঞ্চলের জনগণ ইরানের পাল্টা আক্রমণের মুখে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে।”
এর আগে, মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৩ জুন ভোরে ইসরায়েলের বিমান বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরের শতাধিক স্থাপনায় হামলা চালায়। সেই অভিযানে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু খাতের বিজ্ঞানীসহ প্রায় ৪৫০ জন নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এর জবাবে শুক্রবার থেকেই ইরানও শুরু করে পাল্টা হামলা। ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের এই অভিযানে এখন পর্যন্ত ইসরায়েলে ৫০০-এর বেশি মানুষ হতাহত হয়েছেন বলে প্রতিবেদন এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
উল্লেখ্য, চলমান এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তবে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে এখনো কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক উদ্যোগ চোখে পড়েনি।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

