AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা স্থগিত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫০ পিএম, ২৮ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা স্থগিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি এসব ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক কূটনৈতিক বার্তায় বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে নতুন শিক্ষার্থী ভিসার জন্য আপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারও এখন থেকে কঠোরভাবে স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিএসবি নিউজের হাতে আসা অভ্যন্তরীণ নির্দেশনার খসড়া অনুযায়ী, যেসব শিক্ষার্থী এখনো সাক্ষাৎকারের সময় পাননি, তাদের আবেদন বাতিল করতে হবে। তবে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকলে সাক্ষাৎকার দেওয়া যাবে।
এই সিদ্ধান্ত এসেছে এমন সময়, যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নামী বিশ্ববিদ্যালয়গুলোর টানাপোড়েন চলছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি গবেষক ও শিক্ষার্থী নীতির বিরোধিতা করে প্রশাসন তাদের অনুমোদন বাতিল করলেও আদালত তা স্থগিত করেছে। উল্লেখ্য, হার্ভার্ডের এক-চতুর্থাংশ শিক্ষার্থী বিদেশি।

ট্রাম্পের দাবি, বিশ্ববিদ্যালয়গুলো বামপন্থি মতাদর্শে প্রভাবিত এবং ইসরায়েলবিরোধী বিক্ষোভের আড়ালে ইহুদিবিদ্বেষে প্রশ্রয় দিচ্ছে। হোয়াইট হাউস অভিযোগ করেছে, এসব প্রতিষ্ঠান বৈষম্যমূলক ভর্তি নীতি গ্রহণ করছে এবং অভিবাসন আইন লঙ্ঘন করছে।
বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের ফলে আবেদন প্রক্রিয়া জটিল হবে এবং তা বিদেশি শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে পারে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়গুলো শঙ্কা প্রকাশ করেছে, এ সিদ্ধান্তের ফলে উচ্চ টিউশন ফি থেকে আসা রাজস্ব হ্রাস পাবে, যা তাদের জন্য বড় আঘাত হবে।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, “আমরা দেশের ভেতরে কে আসছে, তা কঠোরভাবে যাচাই করি এবং সেটা অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ / আ.ট/এ.জে

Link copied!