রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে ১১টি মাদক ও জুয়ার মামলার পলাতক আসামি আইয়ুব সরদারকে (৪৮) ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) বিকেল ৬টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর ১ নম্বর গলির শেষ মাথায় গোরস্থানের পাশে জুলি বাড়িওলীর ভাড়া করা একটি কক্ষ থেকে তাকে আটক করেন।
গ্রেপ্তার আইয়ুব সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লঞ্চঘাট নতুনপাড়ার মৃত সিরাজ সরদারের ছেলে। বর্তমানে সে জুলি বাড়িওলীর ভাড়াটিয়া হিসেবে যৌনপল্লীতে বসবাস করছিল।
গোয়ালন্দঘাট থানা সূত্রে জানা যায়, আইয়ুব সরদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১৬ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পাবলিক গ্যাম্বলিং অ্যাক্টে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলাগুলো হলো:
১. এফআইআর নং-৩১/১৩২, তারিখ- ৩০.০৪.২০১৮
২. এফআইআর নং-২৩/১২৪, তারিখ- ২৫.০৪.২০১৮
৩. এফআইআর নং-২৪/৬২, তারিখ- ২৫.০৩.২০১৭
৪. এফআইআর নং-৮/২২১, তারিখ- ০৯.১১.২০১৬
৫. এফআইআর নং-১৫/২৫৩, তারিখ- ২৩.১২.২০২০
৬. এফআইআর নং-৩২/১৩১, তারিখ- ২৩.০৪.২০২৫
৭. এফআইআর নং-১৭/৪৩, তারিখ- ১৫.০২.২০২৫
৮. এফআইআর নং-৭/১৬২, তারিখ- ০৭.০৬.২০২৩
৯. এফআইআর নং-৫/৯৬, তারিখ- ০৫.০৪.২০২৩
১০. এফআইআর নং-৯/৩০৬, তারিখ- ১৪.১০.২০১৯
১১. এফআইআর নং-২/১৯০, তারিখ- ০১.০৭.২০১৯
সবগুলো মামলাই গোয়ালন্দঘাট থানায় রুজু করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম শনিবার (২ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “মাদক ও অপরাধ নির্মূলে গোয়ালন্দঘাট থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে