ইসরায়েলের টানা ৬০০ দিনের সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণহানির সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিদিনই নতুন করে প্রাণ হারাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত ও অন্তত ১৬৩ জন আহত হয়েছেন। সব মিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ১২৯ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান বিমান ও স্থল অভিযানের ফলে পুরো উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশ্রয়, খাদ্য ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
ইসরায়েলি প্রশাসন গাজা পুরোপুরি দখলের ঘোষণা দিয়ে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে। এর ফলে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি আক্রমণের পর পাল্টা প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। টানা ১৫ মাসের সহিংসতার পর ২০২৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও, মার্চের তৃতীয় সপ্তাহ থেকে পুনরায় বিমান হামলা শুরু হয়।
নতুন দফার হামলায় গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৯০১ ফিলিস্তিনি নিহত এবং ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
একুশে সংবাদ /আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

