AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে পৌর নিয়ম উপেক্ষা করে বাড়ি নির্মাণ, প্রতিবাদ করায় হুমকি



পীরগঞ্জে পৌর নিয়ম উপেক্ষা করে বাড়ি নির্মাণ, প্রতিবাদ করায় হুমকি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় নিয়মনীতি উপেক্ষা করে সীমানা ঘেঁষে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অনুমোদিত নকশা এবং পানি নিষ্কাশনের পরিকল্পনা ছাড়াই নির্মাণ কাজ শুরু করায় প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বাধা দিলে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুর রশিদ এ বিষয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম মুন্সিপাড়া এলাকায় জমি কিনে সেখানে আধাপাকা বাড়ি নির্মাণ করছেন। তবে তার নির্মাণাধীন বাড়িটি প্রতিবেশী আব্দুর রশিদের জমির একেবারে সীমানা ঘেঁষে নির্মিত হচ্ছে। ভবনের পানি পড়ার কোনো ড্রেনেজ ব্যবস্থাও রাখা হয়নি। একই সঙ্গে পৌরসভার অনুমোদিত কোনো নকশা ছাড়াই কাজ শুরু করেছেন তিনি।

গত ১ আগস্ট সকাল ১০টায় আব্দুর রশিদ নির্মাণে বাধা দিলে রবিউল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ।

অভিযোগকারী আব্দুর রশিদ বলেন, “আমি কোনো রাজনৈতিক দ্বন্দ্বে নেই। শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু বেআইনিভাবে ঘর নির্মাণ করায় আমার বাড়ির ক্ষতি হবে। প্রতিবাদ করায় এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযুক্ত রবিউল ইসলাম বলেন, “জমির মূল মালিকের সঙ্গে আমার হিসাবনিকাশ রয়েছে।”

এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার প্রকৌশলী শাহজাহান আলী বলেন, “পৌর এলাকায় বাড়ি নির্মাণের জন্য অনুমোদিত নকশা নেওয়া বাধ্যতামূলক। কেউ নিয়ম ভঙ্গ করলে পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!