ভারত পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ অভিযানের জবাবে পাকিস্তান বুধবার রাতেই ভারতের ১৫টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে—এমনটাই দাবি করেছে দিল্লি সরকার।
বৃহস্পতিবার (৮ মে) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, অবন্তীপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্দা, চণ্ডীগড়, নাল ফালোদি, উত্তরলাই, ভুজ ও আমৃতসর-সহ শহরগুলো লক্ষ্য করে পাকিস্তান ‘হারোপ’ নামের ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। দিল্লি মেইল এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ধ্বংসস্তূপ ও গুলির খোসা উদ্ধার করে আক্রমণের প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
আন্তঃসোনরক্ষাব্যবস্থা (এয়ার ডিফেন্স) মোতায়েন করে ভারতের কৌশলগত শহরগুলোতে হামলা প্রতিহত করা হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। লাহোরের সামরিক রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমে আঘাত হানার পর পাকিস্তান দাবি করেছে, তারা ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। এ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে আধারা-সামরিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

