পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সংস্কার ও আধুনিকীকরণকৃত মেইন গেটের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় ফিতা কেটে ও নামফলকের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা পরিচালক ড. মো. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএএম অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি আবুবকর সিদ্দিক, ছাএদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, কর্মচারী প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্যসহ উপস্থিত অতিথিরা নতুনভাবে সংস্কার করতে যাওয়া মেইন গেট এলাকা পরিদর্শন করেন।
একুশে সংবাদ/ এনআই



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

