ভারতের বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনার প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমরা সাহসী জাতি। গতরাতে শহীদ হওয়া প্রতিটি ফোটা রক্তের বদলা নেওয়া হবে।”
পাক প্রধানমন্ত্রী বলেন, “তারা কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র মানুষদের লক্ষ্য করে হামলা চালায়। কিন্তু তারা বুঝে ফেলেছে পাকিস্তান জানে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। আমাদের সেনাবাহিনী দক্ষতার সঙ্গে জবাব দিয়েছে।”
শাহবাজ শরিফ আরও বলেন, “ভারত ভেবেছিল আমরা পিছু হটব। তারা ভুল করেছে। আমরা মাথা নত করব না, প্রয়োজনে আরও বড় মূল্য দিতে হলেও বীরের মতো প্রতিরক্ষা করব।”
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। ২০১৯ সালের পুলওয়ামার পর এটিই ছিল সবচেয়ে বড় হামলা। ভারত এর জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায়।
এর পাল্টা জবাবে সীমান্ত বরাবর গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানও। একইসঙ্গে ইসলামাবাদ ঘোষণা করে, সিমলা চুক্তি এবং আকাশসীমা ব্যবহারে অনুমতি বাতিল, ভারতীয় পণ্যে নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হবে।
এই পাল্টাপাল্টি উত্তেজনায় উদ্বিগ্ন পুরো দক্ষিণ এশিয়া। এর আগেই বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। কূটনৈতিক মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দিয়েছে ঢাকা।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :