গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (২ মে) সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জনে, আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯১ জন ফিলিস্তিনি।
এই সংখ্যা অনুযায়ী, নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের চাপে যুদ্ধবিরতি ঘোষণা করলেও, মাত্র দুই মাসের মাথায় ১৮ মার্চ ফের অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দ্বিতীয় দফার এই অভিযানে গত দেড় মাসে নতুন করে নিহত হয়েছেন ২ হাজার ৩০০ জন, আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ।
ইসরায়েল জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাস ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে, ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন, যাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইডিএফ।
জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিকবার আহ্বান সত্ত্বেও ইসরায়েল অভিযান বন্ধে রাজি হয়নি। জাতিসংঘের আদালত (আইসিজে)-এ ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন,“হামাসকে সম্পূর্ণভাবে নিঃশেষ করা ও জিম্মিদের মুক্ত করা না পর্যন্ত গাজায় অভিযান বন্ধ হবে না।”
বিশ্লেষকদের মতে, চলমান এই সামরিক উত্তেজনা কেবল গাজা নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

