জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বর ২০২৫-এর মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকালে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে পাঁচ দফা দাবির বিস্তারিত জনগণের সামনে উপস্থাপন করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের পতন হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আগামী দিনের স্বৈরাচার রোধ করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮টি ইসলামী দল এই পাঁচ দফা দাবি পেশ করেছে। এই পাঁচ দফা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ এবং আগামীদিনের সুষ্ঠু নির্বাচনের একমাত্র পথ।
তিনি আরও বলেন, “আমরা আর কোনো স্বৈরাচার চাই না। কোনো মানবতাবিরোধী অপরাধ বাংলার মাটিতে হোক তা চিরতরে বন্ধ করতে চাই।”
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:
১.জুলাই জাতীয় সনদ আইনি বৈধতা দেওয়া।
২.সকল অপরাধের বিচার করা।
৩.লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪.পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা।
৫.১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

