কাশ্মিরের আকাশপথে উত্তেজনা তুঙ্গে। পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) তৎপরতার মুখে ভারতের চারটি রাফায়েল যুদ্ধবিমান পিছু হটেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ এবং দৈনিক ডন এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অধিকৃত কাশ্মীরের আকাশে টহল দিচ্ছিল ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চারটি রাফায়েল যুদ্ধবিমান। এসময় পিএএফ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় এবং তাদের জেটগুলো শনাক্ত করে আকাশে প্রতিরক্ষামূলক অবস্থান নেয়। এই পরিস্থিতিতে রাফায়েল বিমানগুলো দ্রুত সরে যায়।
এদিকে ভারতের পক্ষ থেকে এই দাবি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করা হয়নি। তবে হামলাকারীদের সীমান্তের বাইরে যোগসূত্র থাকার ইঙ্গিত দিয়েছে দিল্লি।
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সামরিক বাহিনীকে “কার্যকরী স্বাধীনতা” দেওয়ার কথা বলেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, “পাকিস্তান আগে আক্রমণ করবে না, তবে ভারত আগ্রাসন চালালে উপযুক্ত জবাব দেওয়া হবে।”
পিটিভি নিউজ আরও জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর আজাদ কাশ্মীরের দুটি ভিন্ন স্থানে ভারতের দুটি কোয়াডকপ্টার পাকিস্তান সেনাবাহিনী ভূপাতিত করেছে।
চিরবৈরী দুই প্রতিবেশীর এই সামরিক উত্তেজনা নতুন করে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। পরমাণু শক্তিধর দেশ দুটির এ ধরনের মুখোমুখি অবস্থান আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে।
একুশে সংবাদ//স.ট//এ.জে
আপনার মতামত লিখুন :