AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩১


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:০১ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে ৩১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীদের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে এএফপি।

সামরিক সরকার নির্বাচনের আগে দেশজুড়ে বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলো পুনর্নিয়ন্ত্রণে ফেরাতে আক্রমণ জোরদার করেছে। সেই ধারাবাহিকতায় বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইনের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতাল লক্ষ্য করে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়।

সেখানে অবস্থানরত ত্রাণকর্মী ওয়াই হুন অং হামলার পরিস্থিতিকে ‘চরম ভয়াবহ’ উল্লেখ করে বলেন, এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও ৬৮ জন, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাতের দিকে হাসপাতালের বাইরে সাদা কাপড়ে মোড়ানো লাশ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা গেছে। তবে এই হামলা নিয়ে জান্তা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি।

রাখাইনের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে আরাকান আর্মি (AA)-র দখলে। জাতিগত রাখাইন বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি অং সান সুচির বেসামরিক সরকার উৎখাতের বহু আগ থেকেই জান্তা বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করে আসছে।

বুধবার রাতে আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, রাত ৯টার দিকে চালানো বিমান হামলায় হাসপাতালে ভর্তি থাকা অন্তত ১০ রোগী ঘটনাস্থলেই নিহত হন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!