কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় তাঁর বাসভবনে ভারতের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) এই বৈঠকে মিলিত হবে।
এটি হবে হামলার পর মোদির নেতৃত্বে দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক। ধারণা করা হচ্ছে, এতে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা প্রস্তুতি ও সম্ভাব্য প্রতিরক্ষা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সিসিএস কমিটিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর অন্তর্ভুক্ত রয়েছেন। সবাই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ভারত-পাকিস্তান সম্পর্কে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। সম্প্রতি ভারত সরকার সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়, যার জবাবে পাকিস্তান এটিকে যুদ্ধ ঘোষণার মতো পদক্ষেপ বলে আখ্যা দেয়।
এ অবস্থায় মোদির নেতৃত্বে এই বৈঠক থেকে ভারতের সম্ভাব্য কৌশলগত প্রতিরক্ষা ও কূটনৈতিক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। সিসিএস বৈঠকের পর রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটিতেও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ// আ.ট//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

