অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে দুপুর ১২টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। সংশ্লিষ্ট সাংবাদিকদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
সরকার গঠনের পর থেকে প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিংগুলো সাধারণত ফরেন সার্ভিস একাডেমি বা সরকারি বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথমবারের মতো সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। প্রশাসনিকভাবে এটি একটি তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

