দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন ইসলামিক ফোরাম অব আফ্রিকা`র উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান ও বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় জোহানেসবার্গের ও আর থাম্বু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে ইসলামিক ফোরাম অব আফ্রিকার নেতাকর্মীরা তাদের অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকা`র আমির মো. মোশাররফ হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মেসবাহ উদ্দিন ফারুক, কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহীম আহমেদ, সহকারী সেক্রেটারি আলী আকবর, সহকারী সেক্রেটারী ও ঘাউটেং প্রভিন্স সভাপতি আবুল কাশেম, দাওয়াহ সম্পাদক শাহাদাত হোসেন, পাঠাগার সম্পাদক কাজী আব্দুল হান্নান, যুব ও ক্রিড়া সম্পাদক ও ঘাউটেং প্রভিন্সের সেক্রেটারী মো.শরীফ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, ঘাউটেং প্রভিন্সের অর্থ সম্পাদক মোয়ারেফ হোসেন রতন, তারবিয়াহ সম্পাদক হাফেজ শেখ মাসিদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, অফিস সম্পাদক আবু নাঈম, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, আশফাকুজ্জামান দিপু, আমিরুল ইসলাম, যুব ও ক্রিড়া সম্পাদক শাহেদ মাহমুদ, ডেবিটন ইউনিটের দায়িত্বশীল মেসবাহ উদ্দিন, নর্থ ওয়েস্ট প্রভিন্সের প্রাইব্রেক জুনের সেক্রেটারী ইমরান হোসেন, ফোজসবার্গ শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ।
কেন্দ্রীয় নেতাদের আগমনে ফোরামের পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে। নেতারা এই সফরে আফ্রিকার দেশ মোজাম্বিক সফর করার কথা রয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তাদের এই আগমন দেশটিতে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :