কর্তৃপক্ষ ব্যালিস্টিক সতর্কতা জারি করার পর বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে। নগরীর মেয়রের উদ্ধৃতি দিয়ে কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।
ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে জানান, ‘প্রাথমিকভাবে, একজন নিহত ও আরো অন্তত তিনজন আহত হয়েছে।
পরে এক পোস্টে তিনি বলেন, আহতদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক বলেন, কিয়েভের আশেপাশের ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবাগুলো বলেছে, এই হামলায় রাজধানীর কমপক্ষে চারটি জেলার বিভিন্ন স্থানে আগুন লেগেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :